ঢাকা, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কবিতা,❝অনন্তযাত্রা❞

সব

সময় খবর


প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪

অনন্তযাত্রা
অন্তরা
বুকপকেটে অজস্র প্রেম নিয়ে
যে অতল সমুদ্র তুমি পাড়ি দিচ্ছো
আমি তার তীরে এসে
রোজ ঝিনুক কুড়াই
তোমার রেখে যাওয়া
টুকরো টুকরো মুগ্ধতার
মালা পরবো বলে।
তোমার পদচিহ্ন বরাবর-
রোজ এগিয়ে যাই
শত-সহস্র মাইল ধরে,
মরীচিকা মরীচিকা খেলায়
অনন্তকালের সহযাত্রী হয়ে।
যদি আচমকা ফিরতি জাহাজে
ভেসে আসে তোমার কন্ঠ,
আমি কান পেতে শুনি…
কিন্তু না………
চারপাশে শুধুই
সমুদ্রের করালগ্রাসী গর্জন,
শূন্যে মিলিয়ে দেয়
সমগ্র অসম্ভাবনীয় প্রত্যাশাকে।
তুমি “মাছের মা” না হয়ে
নাবিক হলেও পারতে,
দায়িত্বের ছুতোয় ঘর ছাড়লেও
মাস পেরুতো, দিন পেরুতো
তবু কোন একদিন-
ফিরতি জাহাজে তো আসতে।।