ঢাকা, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কবি রুবেল আহম্মেদ এঁর কাব্য ”ছন্দের কবিতাগুচ্ছ” আলোড়ন সৃষ্টি করেছে।

সব

সময় খবর


প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪

ছন্দের কবিতাগুচ্ছ-কবি রুবেল আহম্মেদ কর্তৃক প্রকাশিত হয় ২০২৪ খ্রিস্টাব্দ এর বই মেলায়। এই কাব্যটি সম্পূর্ণ ব্যতিক্রম কেননা এটি ছন্দবদ্ধ কবিতায় লেখা। এতে রয়েছে স্বরবৃত্ত ছন্দ,মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ,অমিত্রাক্ষর ছন্দ, মিত্রাক্ষর ছন্দ,গদ্য ছন্দ,পেত্রার্কীয় সনেট,শেক্সপেরীয় সনেট,স্পেনসরীয় সনেট,রুবেলীয় সনেট,রুবাই, লিমেরিক,হাইকু,শোক কবিতা ইত্যাদি ছন্দের কবিতাগুচ্ছ। কবি রুবেল আহম্মেদ বহুদিন ধরে সাহিত্যচর্চা করছেন। কবিতা লেখার ব্যাকরণ জেনে কবিতা লেখায় সচেষ্ট কবি নিজেকে নিয়োজিত রেখেছেন। “ছন্দের কবিতাগুচ্ছ” পাঠে লেখকরা উপকৃত হবে এবং পাঠকরাও নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবেন। যারা নিয়মিত কবিতাচর্চা করেছেন তাঁদের জন্য “ছন্দের কবিতাগুচ্ছ” একটি সহায়ক বই হিসেবে কাজে দিবে।