ঢাকা, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

গ্রাম তিন ফুট পানির নীচে


প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি আর প্রতিবেশী দেশের উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়ার ২৫টি গ্রামের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রীজ পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চরাঞ্চলের ২৫টি গ্রাম এখন প্রায় ৩ ফুট পানির নীচে। পানি বন্দি হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ। বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ায় গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মিটারী, কোলকোন্দ ও সদর উপজেলার চরাঞ্চলের ২৫টি গ্রামের মানুষ উচু বাঁধে আশ্রয় নিয়েছে। তলিয়ে গেছে ফসলের ক্ষেত।