ঢাকা, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

৩ ফরম্যাটের অধিনায়ক হলেন , নাজমুল হোসেন শান্ত।

সব

সময় খবর


প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪

২০২৩ বিশ্বকাপ খেলার আগেই সাকিব আল হাসান জানান তিনি আর অধিনায়ক থাকবেন না। শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেললেও চোটের কারণে খেলতে পারেননি সাকিব। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত।

সোমবার (১২ ফেব্রুয়ারি ২০২৪ইং ) বোর্ড সভার পর এ ১ বছরের মতো শান্তকে অধিনায়ক করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এতদিন এই দায়িত্ব ছিল সাকিব আল হাসানের কাঁধে। তার চোখের সমস্যা ও অন্যান্য কারণে ‘অ্যাভেইলেবেলেটি’ নিয়ে অনিশ্চয়তা থাকায় শান্তকে বেছে নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি সি বি)।