ঢাকা, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কবিতার নাম “অভিশপ্ত উন্নয়ন”

সব

সময় খবর


প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

অভিশপ্ত উন্নয়ন
মোঃ হুমায়ুন কবির

উন্নয়ন!উন্নয়ন! উন্নয়ন!
সত্যিই কি হচ্ছে উন্নয়ন?
চারদিকে উন্নয়নের ধারা চলছে,
কতিপয় মানুষ আবেগে বলছে।

একটু দেখুন ভেবে,
আমাদের ভবিষ্যৎ কি হবে?
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
আর সাধারণ মানুষের আয়ের মান
বেড়ে কি চলছে তালে সমান?

জ্বালানি আর ভোজ্যতেলের দাম
দিনদিন বাড়ছে,
ঘুরেফিরে সাধারণ মানুষের
ঘামের টাকা অবিরত ঝরছে।

প্রশ্ন আমার আপনাদের কাছে?
বলছেন সারাদিন খাদ্য আমাদের,
স্বয়ংসম্পূর্ণ আছে।
কেন চালের দাম দিনদিন বাড়ছে?

বেকারত্ব সে এক অভিশপ্ত জীবন,
কত শিক্ষিত বেকার পকেটের টাকা পথে পথে ফেলছে।
খুজছে একটা চাকুরি,
সেখানেই চলছে মামা,খালুর কারবারি।

পদ্মাসেতু,মেট্রোরেল বঙ্গবন্ধু টানেল আমাদের শ্রেষ্ঠ উন্নয়ন,
যার ঋনের টাকা পরিশোধে,
জনগন যুদ্ধ করছে সারাদিন ক্ষন।

কৃষকের জমিতে কত ফসল ফলে,
ন্যায্য মূল্যের অভাবে যাচ্ছে বিফলে।

ভ্যাট!ভ্যাট!ভ্যাট!
ভ্যাটের নেশা, হয়ে গেল পেশা
সাধারণ মানুষের হচ্ছে সর্বনাশা।

হ্যাঁ আমরা চাই উন্নয়ন,
তবে করতে হবে দূর্নীতি অবনমন।
দূর্ণীতি,বেকারত্বের দূরীকরণ,
আর কৃষকের উন্নয়ন।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, সহযোগিতা করবে জনগণ।